• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাম কমছে জ্বালানি তেলের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৭, ২০১৬, ০৫:৪৮ পিএম
দাম কমছে জ্বালানি তেলের

ঢাকা: জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়কে একটি প্রস্তাব দিতে বলা হয়েছে। তারা প্রস্তাব দিলে আগামী ডিসেম্বরে সংসদ অধিবেশন বসার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এমনটাই জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্বালানি তেলের দাম কমালে অর্থনীতিতে গতি বাড়বে বলে উল্লেখ করে  অর্থমন্ত্রী বলেন, বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম কমালে অর্থনীতিতে গতি বাড়বে। তাই জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে এবছরের ২৪ এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছিলো। এদিন মধ্যরাত থেকে কমানো দাম কার্যকর হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দাম কমানোর ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী অকটেন ও পেট্রোল প্রতি লিটারে ১০ টাকা এবং ডিজেল ও কেরোসিন প্রতি লিটারে তিন টাকা করে কমানো হয়েছে।  প্রতি লিটার ডিজেল ৬৫ টাকা, কেরোসিন ৬৫ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রোল ৮৬ টাকা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!