• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনে শুরুতেই রাহীর সাফল্য


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৩, ২০২০, ১০:০৫ এএম
দ্বিতীয় দিনে শুরুতেই রাহীর সাফল্য

ঢাকা : তিরিপানোকে ৮ রানে আউট করে দ্বিতীয় প্রথম সাফল্য পেলেন আবু জায়েদ রাহী। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে স্কোর : ২৪০/৭

মিরপুরে একমাত্র টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে দিন শেষ করে সফরকারী জিম্বাবুয়ে। আজ সেখান থেকে দ্বিতীয় দিনে আবার ব্যাট করতে নেমেছে রোডেশিয়ানরা।

ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। আরভিনের দিনে বাংলাদেশের হয়ে জ্বলেছেন তরুণ অফ স্পিনার নাঈম হাসান। তিনি ৪ উইকেট তুলে নেন।

এছাড়া ১৬ ওভারে ৪ মেইডেনে ৫১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন আবু জায়েদ রাহী। এছাড়া বাকি দুই বোলার এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম থাকেন উইকেট শূন্য। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৮/৬ (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৯*, তিরিপানো ০*; ইবাদত ১৭-৮-২৬-০, রাহী ১৬-৪-৫১-২, নাঈম ৩৬-৮-৬৮-৪, তাইজুল ২১-১-৭৫-০)।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!