• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৯, ০৯:১৮ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান। এই ব্যবসায়ী এখন থেকে মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

দেশের অন্যতম বৃহৎ শিল্প ও বাণিজ্য গোষ্ঠী বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এবারের নির্বাচনে ঢাকা-১ আসনে থেকে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সংসদ সদস্য হন তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!