• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৭, ২০১৮, ০২:০৩ পিএম
প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ

ঢাকা : মন্ত্রিসভার ‘অদল-বদল’ বা ‘কাট-ছাঁটে’ প্রয়েজনীয় তড়িৎ পদক্ষেপ নিতে প্রস্তুত আছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম।

তিনি বলেন, ‘এ কাজে সময় বেশি লাগে না। আমরা নির্দেশনা পেলে অল্প সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেবো। তবে আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।’

সচিব বলেন, মন্ত্রিসভা ছোট হোক বা বড়, কার্যক্রম চলবে। মন্ত্রিসভার বৈঠকও নিয়মিত হবে। তাতে বর্তমান সরকারই ক্ষমতায় থাকুক আর নির্বাচনকালীন সরকার, যাই আপনারা বলেন না কেনো!

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে গণভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হয়েও মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

আজকের বৈঠক বর্তমান সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠক কি না- জানতে চাইলে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার বলেন, আর যাই বলেন, এই সময়ে মন্ত্রিসভা বৈঠক বাধাগ্রস্ত হয় না, এটা চলতে থাকবে। কোনো বাইন্ডিং (বাধা) নেই।’

টেকনোক্র্যাট মন্ত্রী যারা পদত্যাগ করবেন সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কত সময় লাগবে- এ বিষয়ে শফিউল আলম বলেন, ‘মন্ত্রিসভা সংকুচিত করা হবে কি-না, এখন পর্যন্ত আমি সেটা জানি না। আমাকে অবহিত করা হয়নি। জানলে আপনাদের জানাব।’

আপনি যদি ঘণ্টা খানেকের মধ্যে নির্দেশনা পান তাহলে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কতক্ষণ লাগবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘না, খুব বেশি সময় লাগে না। আমরা সামারি করে পাঠিয়ে দেব, মহামান্য (রাষ্ট্রপতি) হয়ে চলে আসবে।’

আপনাদের প্রস্তুতি তো আছে- জানতে চাইলে শফিউল আলম বলেন, ‘আমরা রেডি, এগুলোর ব্যাপারে।’

এদিকে মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রীদের সরকারি সুযোগ-সুবিধা না নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আইন অনুযায়ী সবাই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। সরকারি গাড়ি ব্যবহারসহ কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা নেবেন না।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!