• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই উন্নত দেশ হতো বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০১৯, ০৮:০০ পিএম
বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই উন্নত দেশ হতো বাংলাদেশ

নারায়ণগঞ্জ : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, স্বাধীনতা অর্জনের নায়ক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হতো। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশের উন্নয়নকে পিছিয়ে দেয়া হয়েছে।

স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এ দেশের উন্নয়নের গতিপথ বন্ধ করেছিল

বঙ্গবন্ধু ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (২৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এ দেশ অনেক আগেই সোনার বাংলা হতো। স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এ দেশের উন্নয়নের গতিপথ বন্ধ করেছিল।’

জাতির পিতার স্বপ্ন পূরণের লক্ষ্যে তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উলে­খ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে, তখন আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠা করতে হলে দেশবাসীকে আরো সতর্ক থাকতে হবে।’

তিনি, আগামী দিনে যে কোন ষড়যন্ত্র রুখে দিতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।   

কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য এমায়েত হোসেন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়াসহ অনেকে।

সোনালীনিউজ/এএস    

Wordbridge School
Link copied!