• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন সৌরভ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৯, ০৪:৪৫ পিএম
বাংলাদেশের অভিষেক টেস্ট খেলা ক্রিকেটারদের সংবর্ধনা দেবেন সৌরভ

ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির। ২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়। অধিনায়ক সৌরভের সঙ্গেই টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলেরও। আইসিসির স্বীকৃতি পাওয়ার পরে সেটাই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট।

ঐতিহাসিক সেই টেস্টে খেলা ক্রিকেটারেরা এখন সোনালি অতীত। সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। আর তাঁর আমলেই এবার ইডেনে প্রথম টেস্ট-দ্বৈরথ ভারত ও বাংলাদেশের। ইডেনে দু’দেশের প্রথম টেস্ট সাক্ষাৎকে তাই স্মরণীয় করে তোলাই লক্ষ্য সৌরভের। কী ভাবছেন তিনি?

সৌরভের ঘোষণা, ‘বাংলাদেশের বোর্ডের সঙ্গে কথা বলব। যাঁরা ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে খেলেছিলেন, সেই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএবির। বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাব। অনুরোধ করব, ওই দলের সদস্যদের যেন টেস্টের প্রথম দিন আসার অনুমতি দেওয়া হয়।’

সেই ঐতিহাসিক ম্যাচের ভারতীয় দলের সদস্যদেরও আমন্ত্রণ জানাবেন সৌরভ। অধিনায়ক হিসেবে সৌরভের অভিষেক টেস্ট দলের সদস্য ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, শিবসুন্দর দাস, এস রমেশ, জহির খান, জাভাগল শ্রীনাথের মতো তারকা। তাঁদের সকলকেই আমন্ত্রণ জানানো হবে। সৌরভ বলছিলেন, ‘প্রথম দিনের শেষে দু’দলের সদস্যদের সংবর্ধিত করার কথা ভাবা হচ্ছে।’

ম্যাচের প্রথম দিন দু’দেশের প্রধানমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন। সোমবার সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষে সৌরভ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি হয়তো ২১ নভেম্বর রাতেই শহরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।’

২২ নভেম্বর প্রথম দিনের শেষে তাঁদেরই সংবর্ধনা দেওয়ার কথা প্রথম টেস্ট দলের সদস্যদের। এখানেই চমকের শেষ নয়। ইডেনের সমর্থকেরা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পাবেন মাত্র পঞ্চাশ টাকার টিকিটে। ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচে বেশি সংখ্যক দর্শক আসার জন্য এই সিদ্ধান্তই নিয়েছে সিএবি।

বাংলাদেশের অভিষেক টেস্টের দল : নাঈমুর রহমান দূর্জয় (অধিনায়ক), খালেদ মাসুদ পাইলট (উইকেটকিপার), শাহরিয়ার হোসেন বিদ্যুত, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল, আল শাহরিয়ার রোকন, আকরাম খান, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও বিকাশ রঞ্জন দাস।

অধিনায়ক সৌরভ গাঙ্গুলির অভিষেক টেস্টের ভারত দল : সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), সাবা করিম (উইকেটকিপার), রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, শিবসুন্দর দাস, এস রমেশ, মুরালি কার্তিক, সুনিল জোশী, অজিত আগারকার, জাভাগল শ্রীনাথ ও
জহির খান।

সোনালীনিউজ/আরআইবি

Wordbridge School
Link copied!