• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাবা-ছেলের পিটুনিতে শিক্ষিকা হাসপাতলে


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০১৯, ০৬:৫৩ পিএম
বাবা-ছেলের পিটুনিতে শিক্ষিকা হাসপাতলে

বাগেরহাট: জেলার শরণখোলায় তুচ্ছ ঘটনার জের ধরে বাবা-ছেলের নির্যাতনের শিকার হয়েছেন বকুলমালা (৪৩) নামে এক স্কুল শিক্ষিকা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই নির্যাতিতা শিক্ষিকাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতনকারী বাবা-ছেলের বিচার দাবি করে শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার বানিয়াখালী গ্রামের সায়েদুর রহমানের স্ত্রী ও ১০৯নং দক্ষিণ বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বকুলমালা ওই দিন কর্মস্থল থেকে বিকেলে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে প্রতিবেশী আ. মান্নান (৫৫) ও তার ছেলে শাহিন হাওলাদার (৩৮) তার পথ আটকে তুচ্ছ বিষয় নিযে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। এতে তিনি প্রতিবাদ করলে শাহীন ও তার পিতা আ. মান্নান একজোট হয়ে রাস্তা ফেলে পেটাতে থাকে।

এ সময় তার চিৎকারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ স্থানীয়রা এগিয়ে আসলে বাবা-ছেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষিকাকে উদ্ধার করে একই দিন সন্ধ্যায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের সদস্যরা।

শিক্ষিকার ছেলে তরিকুল ইসলাম বলেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে থানা অভিযোগ দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক গোলাম সরোয়ার মারপিটের ঘটনা নিশ্চিত করে, অভিযুক্তদের বিচার দাবি করেন। অপরদিকে, ঘটনার পর মান্নান ও তার ছেলে শাহীন গা ঢাকা দিয়েছেন।

এ ব্যাপারে আ. মান্নান ও তার ছেলে শাহীনের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, শিক্ষিকার লিখিত অভিযোগ পাওয়া গেছে, মামলার প্রস্তুতি চলছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!