• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনা কারণে মানুষকে রাস্তাঘাটে হয়রানি না করার আহ্বান তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০২০, ০৪:৫৮ পিএম
বিনা কারণে মানুষকে রাস্তাঘাটে হয়রানি না করার আহ্বান তথ্যমন্ত্রী

ঢাকা: সাধারণ মানুষকে অকারণে রাস্তাঘাটে হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নিজ সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভ ও বিটিভির মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে বিএসএমএমইউ, গুলশান এবং যাত্রাপথে বিএনপির নেতাকর্মীরা জমায়েত করে করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্যখাতের গবেষণায় বাংলাদেশের সরকারি পর্যায়ে মোট বাৎসরিক ব্যয় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা কয়েকটি যুদ্ধবিমানের মূল্যের সমান।

এ ছাড়া, করোনাভাইরাস মোকাবিলা এবং চলমান পরিস্থিতিতে সরকার নিম্নবিত্ত মানুষের জন্য কেজিপ্রতি ১০ টাকা করে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। খবর ইউএনবির

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!