• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুটানকে দিয়ে কাতার ও ভারত ম্যাচের প্রস্তুতি সারবে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০১৯, ১০:১৬ পিএম
ভুটানকে দিয়ে কাতার ও ভারত ম্যাচের প্রস্তুতি সারবে বাংলাদেশ

ঢাকা: বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতার ও ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচের প্রতিপক্ষই ভুটান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর। রোববার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সর্বশেষ ফিফা র্যাং কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে আছে ভুটান। এ সপ্তাহেই পাঁচ ধাপ পেছানো বাংলাদেশের অবস্থান ১৮৭, ভুটান ১৮৫। এগিয়ে থাকলেও বিশ্বকাপ ও এশিয়ান কাপের মূল বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ভুটান। পরবর্তী সূচি সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি শুরু হবে ২৫ সেপ্টেম্বর। অর্থাৎ স্বল্প সময়ের এই প্রস্তুতিতে ১৭ দিনের মধ্যে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

আফগানিস্তানের বিপক্ষে ০-১ গোলের হার দিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১০ অক্টোবর ঘরের মাঠের প্রতিপক্ষ কাতার। এর ৫ দিন পরেই কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বাছাইপর্বের শুরুটা দারুন হয়েছে। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দুই দল ওমানের ও কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছে তারা। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১০ মিনিটে ২ গোল হজম করে হার মাঠ ছাড়তে হয়। শেষ ম্যাচে দোহায় বর্তমান এশিয়ান কাপ চ্যাম্পিয়ন স্বাগতিক কাতারের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে দলটি। 

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!