• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৪, ২০১৮, ১১:৪০ এএম
ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা: জিম্বাবুয়েকে ফলো অন করায়নি প্রথম ইনিংসে ২১৮ রানের বড় লিড পাওয়া বাংলাদেশ। বড় লক্ষ্য দেওয়ার আশায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে রিয়াদবাহিনী। কিন্তু সেই আশায় গুড়েবালি। নেমেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা।

দলীয় স্কোরবোর্ডে ২৫ রান যোগ হতেই নেই চার উইকেট। ইমরুল কায়েস ৩, লিটন দাস ৬, মুমিনুল হক ১ ও মুশফিকুর রহিম ৭ রানে সাজঘরে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৪১ রান করেছে টাইগাররা। মিঠুন ২০ ও অধিনায়ক মাহমুদ উল্লাহ ৩ রানে ক্রিজে রয়েছেন।

বুধবার (১৪ নভেম্বর)  সকাল সাড়ে নয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শুরু হয়।
বাংলাদেশের শিবিরে প্রথম আঘাত হানেন জার্ভিস। দলের রান যখন ৯ ঠিক তখনই ইমরুল কায়েসকে পরিষ্কার বোল্ড করেন তিনি। ওই ওভারেই আরেক ওপেনার লিটন দাসকে সাজঘরে ফেরান জার্ভিস। এরপর দলের হাল ধরতে আসা মুমিনুল হককে মাত্র ১ রানে প্যাভিলিয়নে পাঠান টিরিপানো। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের উইকেটটাও তুলে নেন তিনি।

এর আগে, সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রান করে বাংলাদেশ। এরপর ব্যাটে নামা জিম্বাবুয়ের ফলোঅন এড়াতে করতে হতো ৩২২ রান। কিন্তু ৩০৪ রানে থামে তাদের ইনিংস। ফলে বাংলাদেশ জিম্বাবুয়েকে ফলোঅনে পাঠানোর সুযোগ পায়।

উল্লেখ্য, সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় এই টেস্ট ম্যাচটি বাংলাদেশের দেশের জন্য মান বাঁচানোর লড়াই। কেননা স্বাগতিকরা সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে বড় রানের ব্যবধানে হেরেছে। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় টেস্টে জিততেই হবে স্টিভ রোডসের শিষ্যদের।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!