• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাঠেই তরুণ ক্রিকেটারের মৃত্যু


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৬, ২০১৯, ০৯:৩৩ এএম
মাঠেই তরুণ ক্রিকেটারের মৃত্যু

ঢাকা : ক্রিকেট মাঠে এরে আগেও হার্ট অ্যাটাকে ক্রিকেটারের মৃত্যুর ঘটনা ঘটেছে। আবারও ভীষণ দুঃখজনক ঘটনার সাক্ষী হলো ক্রিকেটাঙ্গন। মাঠে ক্রিকেট খেলছিলেন ভারতের ত্রিপুরার তরুণ ক্রিকেটার মিঠুন দেববর্মা। হঠাৎ মাঠে পড়ে গেলেন তিনি।  তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানালেন হাসপাতালে আনার পথেই মারা গেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে অনুর্ধ্ব-২৩ দলের খেলা চলছিল।  প্র্যাকটিস ম্যাচ হলেও প্রতিযোগিতাপূর্ণই ছিল ম্যাচটি।  ম্যাচের একটি মুহূর্তে হঠাৎ মাঠে পড়ে যান মিঠুন দেববর্মা।  এরপর তড়িঘড়ি করে তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে এ তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে।  

তরুণ ক্রিকেটার মিঠুনের মৃত্যুতে ত্রিপুরা ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।  

ক্রিকেট মাঠে মৃত্যু এটিই প্রথম নয়।  সাম্প্রতিক সময়ে কলকাতার ময়দানের ক্রিকেট মাঠে এভাবেই মৃত্যু হয়েছিল সনু যাদব নামের এক ক্রিকেটারের। সেই তরুণ ক্রিকেটার সনু যাদবের মৃত্যুতে বারবার ক্রিকেট মাঠের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া। এবার সেই তালিকায় নতুন সংযোজন মিঠুন দেববর্মা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!