• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসি সময়ের সেরা, ইতিহাসের সেরা নয় বলছেন রোনালদিনহো


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৪, ২০১৯, ০৩:২৮ পিএম
মেসি সময়ের সেরা, ইতিহাসের সেরা নয় বলছেন রোনালদিনহো

ঢাকা: বার্সেলোনার হয়ে সবকিছু জিতেছেন। কিন্তু আর্জেন্টিনার হয়ে এখনো অবধি বড় অর্জন নেই তাঁর ঝুলিতে। বলছি লিওনেল মেসির কথা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে এমন কিছু নেই যে বার্সার হয়ে জেতেননি। ছয় ছয়বার ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছেন। আর সে কারণেই প্রায়ই একটা প্রশ্ন ওঠে মেসিই কি ইতিহাসের সেরা ফুটবলার। এ নিয়ে ফুটবলপ্রেমী থেকে ফুটবলবোদ্ধা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না।

সম্প্রতি মেসিকে নিয়ে এ রকম একটি সাক্ষাৎকার দিয়েছেন ব্রাজিলিয়ান সাবেক মহাতারকা রোনালদিনহো। তিনি যখন বার্সায় খেলতেন তখন অতটা পরিচিত হয়ে ওঠেননি মেসি। বার্সায় মেসিকে আপন ভাইয়ের মতো আগলে রেখেছিলেন রোনালদিনহো। মাঝ মাঠ সামাল দিয়ে মেসিকে দিয়ে একের পর এক তিনি গোল করিয়েছেন। আর তখন থেকেই মেসি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। রোনালদিনহো ক্লাব ছাড়লে বার্সাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তায় মেসির কাঁধে। এখনো অবধি সেই কাজটি অত্যন্ত সচারুভাবে করে চলেছেন এলএমটেন।

অন্য অনেকেই মেসিকে সেরার আসনে বসান। কিন্তু রোনালদিনহো সেই তত্ত্বে বিশ্বাসী নন। তিনি মনে করেন মেসি সর্বকালের সেরা ফুটবলার নন, তবে তার সময়ে তিনিই সেরা। রোনালদিনহো বলেন,‘ আমি কখনও বলিনি যে, মেসি সবার সেরা। তবে এটা সত্য, এই সময়ে সে-ই সেরা ফুটবলার। তার সঙ্গে এখনকার কারও তুলনা চলে না।'

মেসিকে বর্তমান সময়ের সেরা ভাবতে সমস্যা নেই রোনালদিনহোর। তবে ফুটবল ইতিহাসের নয়। তার মনে হয়, সর্বকালের সেরা ফুটবলার বাছা মোটেও সহজ কাজ নয়, 'আমি তার সঙ্গে সর্বকালের সেরার তুলনা টানতে চাই না। কেননা এটা সত্যিই নির্দিষ্ট করা কঠিন। পেলে, রোনালদো নাকি ম্যারাডোনা, না অন্য কেউ। আসলে নিশ্চিত করে কাউকে বলা যায় না।'

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!