• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাইফ সাপোর্টে গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৮, ২০২০, ০১:৩৬ পিএম
লাইফ সাপোর্টে গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী

ঢাকা : দেশ বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) ভোরে তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

জানা যায়, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাকে দ্রুত ভেন্টিলেটর ব্যবস্থায় নেওয়া হয়। এছাড়া তার রক্তচাপ, হৃৎস্পন্দনও স্বাভাবিক না। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ।

ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন আলাউদ্দিন আলী। উন্নত চিকিৎসার জন্য ২০১৫ সালে তাকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তিনি। তার ক্যানসারের চিকিৎসাও চলছিল।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!