• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩১, ২০২০, ০৩:১৪ পিএম
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (৩১ আগস্ট) সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে মোট টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। একই চিত্র ছিল অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

দিনশেষে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ১ হাজার ১৬৬ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৬০ কোটি টাকা বেশি।

ডিএসইতে দিনভর লেনদেন কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪১টির।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৮ পয়েন্টে। এ বাজারে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ১১৬টির। আর ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে টাকার অংকে সিএসইতে ৩২ কোটি ৮৮লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোনালীনিউজ/এলএ/এমএএইচ

Wordbridge School
Link copied!