• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় খালেদার ৬ মাসের জামিন


কুমিল্লা প্রতিনিধি মার্চ ৬, ২০১৯, ১২:০৬ পিএম
হত্যা মামলায় খালেদার ৬ মাসের জামিন

কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষ আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য ছিল।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি নৈশ কোচে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসের আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২৭ যাত্রী। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়ায় থাকা অন্য মামলাগুলোর একটি কুমিল্লার এই মামলা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!