• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘১০ বছরে আমরা উন্নত সিংড়া উপহার দিয়েছি’


মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর ডিসেম্বর ১৭, ২০১৮, ০৭:৫৫ পিএম
‘১০ বছরে আমরা উন্নত সিংড়া উপহার দিয়েছি’

নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ১০ বছর আগে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ছিল না, দিনে-দুপুরে মানুষকে হত্যা করা হতো। গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হতো, সেই দুর্বিসহ দিনগুলোর কথা মানুষ ভুলতে পারেনি।

আমরা মাত্র ১০ বছরে সিংড়াকে উন্নত, আধুনিক নিরাপদ শহর উপহার দিয়েছি। ব্যবসায়ীদের আর চাঁদা দিতে হয় না, প্রাণ দিতে হয় না। এখন রাত জেগে পাহারা দিতে হয় না, মানুষ শান্তিতে ঘুমাতে পারে, ব্যবসা করতে পারে। তিনি সোমবার সকাল ১১টায় কালিগঞ্জ বাজারে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শহিদুল ইসলাম দুলু, আব্দুর রউফ বাদশা, ইউনিয়ন আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক আনিসুর রহমান লিখন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!