• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানের সেই শিশুটির সঙ্গে দেখা করবেন মেসি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০১৬, ০৪:৩৪ পিএম
আফগানের সেই শিশুটির সঙ্গে দেখা করবেন মেসি

স্পোর্টস ডেস্ক

নীল-সাদা পলিথিন ব্যাগ কেটে বানানো 'মেসি' লেখা শার্ট পরে সারা দুনিয়ায় সাড়া ফেলেছিল মুরতাজা আহমেদ নামে যে আফগান শিশু - তার সাথে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি স্বয়ং।

আর্জেন্টিনা এবং বার্সেলোনা তারকা লিওনেল মেসি'র এজেন্ট ইতিমধ্যেই মুরতাজার পরিবারের সাথে যোগাযোগ করে জানিয়েছেন, যে মেসি তার এই শিশু ফ্যানের সাথে দেখা করতে চান। লন্ডনের প্রভাতী দৈনিক মেট্রো জানাচ্ছে, শুধু যে মুরতাজার সঙ্গে তার স্বপ্নের তারকার দেখা হবে তাই নয়, তাকে মেসির 'অফিসিয়াল' শার্টও উপহার হিসেবে দেয়া হবে। গত সপ্তাহে আর্জেন্টিনার জাতীয় দলের আদলে বানানো পলিথিনের 'জার্সি'-পরা মুরতাজার এই ছবি সারা দুনিয়ায় অনলাইনে চাঞ্চল্য সৃষ্টি করে।

তারপর এই আফগান শিশুর ঠিকানা বের করতে এক অভিযান শুরু হয়, এবং শেষ পর্যন্ত পূর্ব আফগানিস্তানের গজনী প্রদেশে তার সন্ধান পাওয়া যায়। কাবুলের স্প্যানিশ দূতাবাস জানিয়েছে, মুরতাজাকে ইউরোপে নিয়ে গিয়ে মেসির সঙ্গে তার সাক্ষাতের ব্যবস্থা করার জন্য 'যা দরকার তার সবই করা হবে'।
সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!