• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮০ কোটি ছাড়িয়েছে মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৬, ০৭:৩৬ পিএম
৮০ কোটি ছাড়িয়েছে মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারী

সোনালীনিউজ ডেস্ক

ফেসবুকের জনপ্রিয় মেসেজিং অ্যাপ মেসেঞ্জারের ব্যবহারকারীর সংখ্যা ৮০ কোটি ছাড়িয়েছে।  ফলে ২০১৫ সালের দ্রুত বর্ধনশীল সামাজিক নেটওয়ার্কিং সাইটের তালিকায় শীর্ষে অবস্থান করছে ‘মেসেঞ্জার’। সম্প্রতি প্রকাশিত এক জরিপের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা নিয়েলসেনের ওই জরিপে দেখা গেছে, গত বছর প্রতি মাসে গড়ে ১২ কোটি ৬০ লাখ ব্যবহারকারী স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে যোগাযোগ স্থাপন ও তথ্য আদান-প্রদান করেছেন। আর আইওএস অপারেটিংয়ের হ্যান্ডসেটে দ্বিতীয় তালিকায় স্থান করে নেওয়া এ অ্যাপের মাধ্যমে এক হাজার কোটি ছবি শেয়ার হয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩১ শতাংশ। একই সময়ে এ অ্যাপের মাধ্যমে অ্যাপল মিউজিক ব্যবহারকারী বেড়েছে ২৬ শতাংশ।

২০১৪ সালে বিশ্বব্যাপী মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৫ কোটি।যা বর্তমানে ৮০ কোটি ছাড়িয়েছে।

ফেসবুকের মেসেজিং বিভাগ প্রধান ডেভ মার্কাস অনলাইনে এক পোস্টে লেখেন, বিশ্বের যেকোনো স্থান থেকে যেকেউ যেন সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন সে লক্ষ্যেই সদা কাজ করে যাচ্ছে এ সংশ্লিষ্ট টিম।

Wordbridge School
Link copied!