• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া সফরে শেষটাও রাঙাল লিটন-এনামুলরা


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০১৭, ০৫:১৮ পিএম
অস্ট্রেলিয়া সফরে শেষটাও রাঙাল লিটন-এনামুলরা

ঢাকা: জয়ে শুরু, জয়েই শেষ। জয় দিয়েই অস্ট্রেলিয়া সফর শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফম্যান্স (এইচপি) দল। বিরুদ্ধ কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনের এই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর সর্বশেষ তিন দিনের ম্যাচটিও জিতে নিয়েছে লিটন-এনামুলরা। নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রণমূলক একাদশকে তিন দিনের ম্যাচে ২৩ রানে হারিয়েছে লাল সবুজের এইচপি দল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে প্রথম দিনই ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বিসিবি এইচপি দল। জবাবে দারুণ ব্যাটিং করে নর্দান টেরিটরি দল। শুক্রবার ৩ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। তৃতীয়দিন সকালে আরো দুই উইকেট হারিয়ে স্কোরটাকে ৩৫২ অবধি টেনে নিয়ে যায় টেরিটরি।

৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের এইচপি দল ২২৯ রানেই গুটিয়ে যায়। ফলে জয়ের জন্য নর্দান টেরিটরির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯০ রান। কিন্তু তুলনামুলক সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে লাল সবুজের বোলারদের কাছে আত্মসমর্পন করে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ান কন্ডিশনে স্লো-উইকেটের ফায়দা পুরোপুরি তুলে নিয়ে নর্দান টেরিটরিকে ১৬৮ রানে গুটিয়ে দেয় টাইগার বোলাররা। ফলে ২২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন, এনামুলরা। স্পিনার তানভীর হায়দার নেন পাঁচ উইকেট।

ওয়ানডে সিরিজে ৫-০তে জয়ের পর তিনদিনের ম্যাচ জিতে অপরাজিত থেকেই অস্ট্রেলিয়া সফর শেষ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফম্যান্স (এইচপি) দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!