• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জমজমের পানিতে রয়েছে পুষ্টি এবং রোগের শিফা


ধর্ম ডেস্ক সেপ্টেম্বর ১, ২০১৬, ০৪:৩১ পিএম
জমজমের পানিতে রয়েছে পুষ্টি এবং রোগের শিফা

দুনিয়াতে আল্লাহ তাআলার যত অনুপম নির্দশন রয়েছে, এর মধ্যে জমজমের পানি অন্যতম। এ কূপের পানি অত্যাধিক স্বচ্ছ, উৎকৃষ্ট, পবিত্র ও বরকতময়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এ পানি শুধু পাণীয় নয়, বরং খাদ্যের অংশ, যাতে রয়েছে অসামান্য পুষ্টি এবং রোগের শিফা।

এ কারণেই মুসলিম উম্মাহ জমজমের বরকতময় পানি দাঁড়িয়ে ক্বিবলামুখী হয়ে পান করে থাকেন। জমজমের পানি পান করার সময় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। জমজমের পানি পান করার সময়ের একটি ছোট্ট দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ’; ওয়া রিযক্বান ওয়াসিআ’; ওয়া আ’মিলান সালিহা; ওয়া শিফাআম মিং কুল্লি দাইন।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমাকে উপকারি জ্ঞান দান করুন; আমাদের রিযিক বরকত দিয়ে দিন; আমাদের নেক কাজ করার তাওফিক দান করুন; সকল অসুস্থতাতে শেফা বা সুস্থতা দান করুন।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জমজমের পানি পানের সময় সম্মানের সঙ্গে দাঁড়িয়ে উল্লেখিত দোয়া পড়ে তা পান করার তাওফিক দান করুন। পানি পানের ওসিলায় সবাইকে সুস্থতা দান করুন। রিযিক বৃদ্ধি করে দিন এবং দুনিয়া ও আখিরাতের উপকারি জ্ঞান দান করুন। আমিন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!