• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির নতুন কমিটি গঠন


জাবি প্রতিনিধি ডিসেম্বর ২০, ২০১৭, ০৭:৪৯ পিএম
জাবির আবৃত্তি সংগঠন ধ্বনির নতুন কমিটি গঠন

শহিদুল ইসলাম পাপ্পু সভাপতি, সোহানুর রশীদ মুন সাধারণ সম্পাদক

জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনি ২০১৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করেছে। এতে শহিদুল ইসলাম পাপ্পুকে সভাপতি ও সোহানুর রশীদ মুনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পর্ষদ গঠন করা হয়েছে। সংগঠনটির ৪ দিনব্যাপী বার্ষিক আবৃত্তি উৎসবের বুধবার (২০ ডিসেম্বর) শেষ দিনে এ কমিটি ঘোষণা করে সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম আকাশ।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি কাবেরী সুলতানা জ্যোতি, সহ-সম্পাদক ইসরাত জাহান তমা, সাংগঠনিক সম্পাদক মু. জাহিদ হাসান, সহ-সাংগঠনিক রেজাউল করিম রেজা, অর্থ-সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সহ-অর্থ সম্পাদক মোশাররফ হাসান রাতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফি শাহ রাবেয়া মুমু, সহ-প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাহিত্য সম্পাদক জাহিদ শেখ, সহ-সাহিত্য সম্পাদক সামী আল জাহিদ প্রীতম, দপ্তর সম্পাদক আইভি রহমান ঋতু, সহ দপ্তর মুনিয়া তাহসিন।

সম্মানিত কার্যকরী সদস্য হলেন : স্নিগ্ধা ভট্টাচার্য, তাযীম মো. নিয়ামতুল্লাহ আখন্দ, তাসলিমা খান পন্নি, তমাল নাগ, আলো আক্তার পলি, ফাহিম ফারজানা সঞ্চারী, আনোয়ারা কবির মালিহা, নাজমুন নীলা।

এ ছাড়া কার্যকরী সদস্য হলেন, রোকসানা শিরিন কথা, সালমান সালেহীন, তাহমিনা প্রধান তন্নি, আলেয়া আক্তার আঁখি, নাসিম ঐশ্বর্য, তাজমিরা ইয়াসমিন মুক্ত।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!