• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন


নিউজ ডেস্ক জানুয়ারি ১০, ২০১৮, ১০:৪১ এএম
পশ্চিমবঙ্গে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন

ঢাকা: কলকাতা বই মেলার পর এই প্রথমবারের মতো বেসরকারিভাবে পশ্চিমবঙ্গে আলাদাভাবে ‘বাংলাদেশ দিবস’ উদযাপন করা হয়েছে। দশ দিনব্যাপী কলকাতার যোধপুর পার্ক উৎসবের ৪র্থ দিনে উদযাপিত বাংলাদেশ দিবসে কলকাতা মাতিয়েছেন বাংলাদেশের তারকা শিল্পীরা।

দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক উৎসবটি কাগজে কলমে ৯ বছর হলেও বৃহত্তম আকারে দ্বিতীয় বছরেই চমক দিতে দশ দিনের আয়োজনের একদিন বাংলাদেশ দিবস পালন করা হয়। সোমবার দিনজুড়ে আয়োজিত এই দিবসে ছিল নানা আয়োজন।

বাংলাদেশ দিবসে বিভিন্ন স্টলে ছিল নানা পদের মুখরোচক দেশীয় পিঠা।

এদিনের বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযুদ্ধের উপর চিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের নগর ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

মেলায় প্রধান অতিথি সহ আগতদের সংবর্ধনা পর্ব শেষে বাংলাদেশ কে নিয়ে অনুভূতির কথা জানান বিশিষ্টজনরা। অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের তৃপ্তির কথা জানান বাংলাদেশের শিল্পীরা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!