• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফেসবুকেই দেখা যাবে লাইভ টিভি, সিনেমা ও টিভি সিরিজ!


বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০১৭, ১১:৫৪ এএম
ফেসবুকেই দেখা যাবে লাইভ টিভি, সিনেমা ও টিভি সিরিজ!

ঢাকা: আগামী এক বছরে অরিজিনাল ভিডিও কনটেন্টে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ফেসবুক। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে। যারা ফেসবুকের ভিডিও পুশ জানেন তাঁরা এই কথা জানিয়েছেন।

ফেসবুকের ভিডিও পুশ হলো ফেসবুকের একটি উদ্যোগ যেখানে এক ছাতার তলায় লাইভ টিভি, সিনেমা, টিভি সিরিজ সব দেখা যাবে ফেসবুকেই। নতুন ব্যবসার দিক খুঁজে পেতেই এই উদ্যোগ ফেসবুকের। তবে অ্যাড দেখিয়ে নাকি সাবস্ক্রিপশন চার্জের মাধ্যমে, কিভাবে ফেসবুক এর থেকে টাকা রোজগার করবে তা এখনো জানা যায়নি।

কিছুদিন আগেই জানা গিয়েছিল যে, ফেসবুক তাদের অরিজিনাল ভিডিও কন্টেন্ট-এর জন্য বিপুল টাকা বিনিয়োগ করতে চলেছে। এবার ওয়াল স্ট্রিট জার্নালের মতো পত্রিকায় সেই খবর প্রকাশিত হওয়ায় তার গুরুত্ব বাড়লো।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!