• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে চিকেন টেস্টের নেইল পলিশ


সোনালীনিউজ ডেস্ক মে ১৩, ২০১৬, ০৫:১১ পিএম
বাজারে আসছে চিকেন টেস্টের নেইল পলিশ

পছন্দ মতো নেল পেইন্ট লাগান, আর মনের সুখে খান। শরীর খারাপের নো চিন্তা। এমনকী, টেনশনে দাঁত দিয়ে নেল পলিশ পরা নখ খুঁটলেও কিচ্ছুটি বলতে পারবেন না মা। এমনকী চিকেন খেতে ইচ্ছা হলেও কুছ পরোয়া নেই। চিকেন টেস্টের এই নেইল পেন্ট খেতে পারেন দিব্যি।

না। আপনার চোখের কোনো সমস্যা হয়নি। এক্কেবারে ঠিকই পড়ছেন আপনি। হংকংয়ের একটি ফুড চেন তাঁদের জনপ্রিয় ফ্রায়েড চিকেনের টেস্টে এ বার বাজারে আনতে চলেছে এমনই নেইল পেইন্ট। সাধারণত সেক্সের ফোর-প্লে করতে এই নেইল পেইন্ট ব্যবহার করা হয়। দু’টি রঙের শেড পাওয়া যাবে এই নেইল পেইন্টের। হট অ্যান্ড স্পাইসি লাল রং আর একটি ন্যুড কালারের শেড। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রধানত নতুন প্রজন্মকে একই সঙ্গে খাবার আর ফ্যাশনের দিকে আকৃষ্ট করতেই তাঁদের এই স্ট্র্যাটেজি।

এই নেইল পেইন্টে রয়েছে এডিবল নানা ইনগ্রিডিয়েন্ট। কোনো প্রিজারভেটিভ নেই এতে। তাই ফ্রিজেও পাঁচ দিনের বেশি রাখা সম্ভব নয় এই নেইল পেইন্ট। একটি নেইল পেইন্টের বোতল এক জনেই ব্যবহার করতে পারবেন।

কিছুদিনের মধ্যেই হংকংয়ের বাজার কাঁপাতে আসছে এই অভিনব নেইল পেইন্ট। এই মুহূর্তে কিছু প্রিভিউ কপি বাজারে ছেড়ে এই নেইল পেইন্টের পক্ষে জনমত সংগ্রহ করছে এই সংস্থা। আপনিও কি চান নখে চিকেন টেস্টের নেইল পেইন্ট লাগিয়ে তা চেটে চেটে খেতে? তা হলে আর কিছুদিন অপেক্ষা করুন। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!