• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে বাংলাদেশিকে গুলি


নিউজ ডেস্ক ডিসেম্বর ২৩, ২০১৭, ০৪:২৫ পিএম
যুক্তরাষ্ট্রে ঘরে ঢুকে বাংলাদেশিকে গুলি

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঘরে ঢুকে মহিবুল ইসলাম নামে এক বাংলাদেশিকে পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজ্যের এস্টোরিয়ায় ইউপিএস কর্মী সেজে এ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, মহিবুল যে ভবনে থাকেন তার মূল গেটে এসে কয়েকজন ব্যক্তি এলোমেলোভাবে বিভিন্ন বাসার নাম্বার টিপতে থাকেন। তবে ইউপিএস কর্মী বলায় কে বা কারা দরজা খুলে দেয়। পরে দুর্বৃত্তরা মহিবুলের দরজার গিয়ে কড়া নাড়েন।

মহিবুল দরজায় এসে জিজ্ঞেস করলে দুর্বৃত্তরা বলে, আমরা ইউপিএসের ডেলিভারি দিতে এসেছি। দরজা খুলতেই তারা মহিবুলকে মাথায় পিস্তল দিয়ে আঘাত করে। আঘাতের চোটে মাটিতে পড়ে গেলে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।

এ সময় তার স্ত্রী পাশের ঘরে ছিলেন। তিনি প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন। পরে মহিবুলকে এলেমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় গণমাধ্যমকে মহিবুল জানান, আমি দ্বিতীয় জীবন পেয়েছি। দুর্বৃত্তরা আমার কাছে কিছুই চায়নি। কিন্তু আমাকে কেন যে গুলি করলো, সেটাই আমি বুঝতে পারছি না।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!