• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাদিক সাকলায়েন এর কবিতাগুচ্ছ


নিজস্ব প্রতিবেদক মে ৩, ২০১৬, ০৪:৪৬ পিএম
সাদিক সাকলায়েন এর কবিতাগুচ্ছ

বৃক্ষবোধ


যেন অসময়ে চলে এসেছি
আমি তার কেউ নই
আমাকে তো ডাকেনি বিশেষ বাঁশি
ডাঙায় উঠে যাওয়া মাছের মুমূর্ষু ভঙ্গিমায়
স্বেচ্ছায় বেছে নিয়েছি পাষ- প্রবাস।

কেউ কারো হয় নাকি?
‘সে আমার’ বলে শুধু ব্যর্থ সান্ত¡নার দাবি
ঘাসের শরীরে কিচ্ছুক্ষণ সঙ্গ সুখে ঘেঁষে
ফের মৌলিক টানাপড়েন
আবার অলঙ্ঘনীয় বৃক্ষবোধ।


পতিত পাঠক


পড়ে যাই ভেঙে যাই গুঁড়ো হই
একরাতে পড়া শেষ পুরো বই।


ব্যবচ্ছেদ


মানুষ তো তা-ই
শুশ্রূষায় পায় শিরোমণি
অথবা পীড়নে ধুলোবালি ছাই।



বাজার


বাজারে যাবো না
বাজারে মাছের গন্ধ।

বাজারে যাবো না
বাজারে বাজে লোকের ভিড়।

বাজারে যাবো না
বাজারে সে তো মেয়ে মানুষ।


রোদ


রোদ ধরতে মুঠো করি হাত
ছায়া ধরা পড়ে যায়,
আঙুলের ফাঁকে অনেক রোদ
কোথায় যেনো পালায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!