• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

পাথরঘাটায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত 


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি অক্টোবর ১, ২০২৪, ০৭:৩০ পিএম
পাথরঘাটায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত 

বরগুনা: পাথরঘাটায় রান্না ঘরের পাশ থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত অজগর সাপটি পরবর্তীতে পাশের বনে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ড খাদ্য গুদামের পূর্ব পাশে ফারুক মিয়ার রান্না ঘরের পাশ থেকে জালে পেচানো অবস্থায় দেখা যায় সাপটি। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ফারুক মিয়ার স্ত্রী রাহিমা বেগম ঘর থেকে পুকুর পাড়ে যাওয়ার সময় রান্না ঘরের পাশে ফস ফস শব্দ করতে দেখে। এরপর আরো কাছে গিয়ে দেখতে পায় জালে পেঁচানো অবস্থায় বড় একটি অজগর আছে। 

এরপর ভয় পেয়ে তিনি পাশের বাড়ির লোকজন ডাক দেয়। আশপাশ থেকে লোকজন এসে বন বিভাগের সদস্যদের খবর দেয়। তারা এসে সাপটি উদ্ধার করে। 

পাথরঘাটা বন বিভাগের উদ্ধারকর্মী জহির হোসেন বলেন, আমরা যে সাপটি উদ্ধার করেছি সেটি একটি অজগর সাপ। সাপটি আমরা দুপুরে পাশের বনে অবমুক্ত করেছি। 

এআর

Wordbridge School
Link copied!