ঢাকা: ঢাকাস্থ বরগুনা ফোরামের বেতাগী উপজেলা শাখার সভাপতি হয়েছেন তরুণ শিল্প উদ্যোক্তা লায়ন ড. মহিবুল্লাহ শাহিন ও সেক্রেটারি হয়েছেন হাফেজ মাহবুবুর রহমান শিকদার। প্রধান উপদেষ্টা করা হয়েছে দেশবরেণ্য চিকিৎসক ডাঃ সুলতান আহম্মেদ।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর বনশ্রীর একটি অভিজাত হোটেলে প্রীতি ভোজ আয়োজনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। বার্ষিক সভার মধ্য দিয়ে আগামী ২০২৫ - ২০২৬ সনের জন্য ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টামন্ডলীর অন্য সদস্যরা হলেন এ, কে, এম, জাহিদুর রহমান, নাজমুল হুদা শামীম, এ্যাড. আব্দুর রব হাওলাদার, মাওলানা সাইদুল ইসলাম সোহরাব, মাওলানা রফিকুল ইসলাম বিশ্বাস।
এছাড়া যারা কমিটিতে রয়েছেন সহ-সভাপতি পদে অধ্যাপক আব্দুর রহমান, কাওছারুজ্জামান রুবেল গাজী, সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, তোফায়েল আহমেদ তামিম। সহ সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাউছার, সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক শামীম আহসান, শিক্ষা সম্পাদক এস, এম, আসাদুজ্জামান সাগর, মিডিয়া সম্পাদক ফাহিম মোনায়েম, প্রচার সম্পাদক প্রভাষক আরিফুর রহমান, চিকিৎসা সম্পাদক ডাঃ সাদ সুলতান, ছাত্র বিষয়ক সম্পাদক, তাসদিকুল ইসলাম কিয়াম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রব হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আহমেদ ফারদিন, মানবাধিকার সম্পাদক মো: মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক হুমায়ুন কবির, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক হামিদুল ইসলাম সনেট, মাদ্রাসা বিষয়ক সম্পাদক জসীমউদ্দীন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ হারুন আর রশিদ, প্রবাসী বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।
নির্বাহী সদস্য পদে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, প্রিন্স মাহমুদ ডিউ, ইমরান হোসেন, আলমগীর হোসেন, মোঃ শাহীন, হাজী মিজানুর রহমান, হাসান মৃধা আবদুর রহমান ও আসাদ হাওলাদার।
এসএস