• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মৃত কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার আসামি নয়


সিলেট প্রতিনিধি নভেম্বর ১৪, ২০২৪, ০৫:২৭ পিএম
মৃত কুতুবজান বিবি মুনতাহা হত্যা মামলার আসামি নয়

সিলেট: সিলেটের কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যা মামলার আসামি মৃত কুতুবজান বিবি নয় বলে জানিয়েছে পুলিশ।  বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে যে, কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামি কুতুবজান বিবি মারা গেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে- কুতুবজান বিবি উক্ত মামলার কোন আসামি নয়। মূলত তিনি উক্ত আলোচিত মুনতাহা হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি আলিফজান এর মা।

জানা যায়, আলোচিত মুনতাহা হত্যা মামলার অন্যতম আসামি শামীমা বেগম মার্জিয়ার নানী ও আলিফজান বেগমের মা কুতুবজান বিবি ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে বৃহস্পতিবার সকাল ১০ টায় তার ছোটভাইয়ের বাড়িতে ইন্তেকাল করেন। তার ছোট ভাই অলিউর রহমান কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের চাউরা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, কুতুবজান বিবির নিরাপত্তার স্বার্থে তাকে ওইদিন ভোরে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিছনাচারিত ছিলেন।এ ঘটনায় সম্প্রক্ত না থাকায় তাকে ওইদিন বিকেলে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার সকালে মারা গেছেন।

উল্লেখ্য, আলোচিত মুনতাহা হত্যা মামলার সকল গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে আছে।

এসএস

Wordbridge School
Link copied!