• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে স্মরণসভা অনুষ্ঠিত 


ঝালকাঠি প্রতিনিধি  নভেম্বর ২৯, ২০২৪, ০৬:৩৯ পিএম
গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে স্মরণসভা অনুষ্ঠিত 

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ২০২৪ এর জুলাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে গনঅভ্যুত্থানে নিহত নলছিটি উপজেলার শহীদ সেলিম তালুকদার ও শহীদ নাইম হাওলাদারের পরিবারের সদস্যসহ আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আহতরা আন্দোলন চলাকালীন সময়ের বিভীষিকাময় পরিস্থিতির স্মৃতিচারন করেন। 

এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম, নলছিটি উপজেলা স্বাস্থ্য (প:প:) কর্মকর্তা ডা: শিউলি পারভীনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

স্মরণ সভায় শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আতিকুর রহমান। 

এদিকে রাজাপুরে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মোঃ নাসিম উদ্দিন আকন, রাজাপুর উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাস্টার কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি হযরত মাওলানা হেদায়েত উল্লাহ ফয়েজি, টিএইচ ও ডাঃ আবুল খাযের মাহমুদ রাসেল, রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ এনামুল হোসেন খান, মোঃ রাজু আহম্মেদ, রাজাপুর উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীখালেদ সাইফুল্লাহ, মোঃ রাকিব, মেহেদী হাসান শুভ, মোঃ ইব্রাহিম হোসেন ইমনসহ এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় নিহত ২ পরিবার ও আহত ৬ শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। শেষে শহীদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা মোঃ আলী হোসেন।

এসআই

Wordbridge School
Link copied!