• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ ১৪৩০

বরিশালে চাকরিতে পুনঃবহালের দাবিতে সড়ক অবরোধ


বরিশাল প্রতিনিধি জানুয়ারি ২৬, ২০২৫, ০৩:৪৮ পিএম
বরিশালে চাকরিতে পুনঃবহালের দাবিতে সড়ক অবরোধ

ছবি : প্রতিনিধি

বরিশাল: ষাটোর্ধ্ব ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনঃবহাল এবং অন্যান্য ন্যায্য দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) শ্রমিক ইউনিয়ন সড়ক অবরোধ করে তীব্র আন্দোলন শুরু করেছে। তালাবদ্ধ কর্পোরেশনের প্রধান ফটক, অবরুদ্ধ কর্মকর্তারা। 

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে শ্রমিকরা কর্পোরেশনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এতে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। গুরুত্বপূর্ণ চকবাজার সড়ক অবরোধের ফলে নগরীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

তিন দফা দাবির তালিকা:  চাকরি থেকে ছাঁটাই হওয়া ১৬০ জন শ্রমিককে পুনঃবহাল। বেতন বৈষম্যের নিরসন, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদান এবং সব ভাতা পরিশোধ।

বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা শ্রম আইন অনুযায়ী চাকরি স্থায়ীকরণসহ অন্যান্য সুবিধার জন্য দাবি জানালেও তা পূরণ হয়নি। সম্প্রতি ১৬০ জন শ্রমিক ছাঁটাই হওয়ায় তারা চরম দুর্দশায় পড়েছেন। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি সরকারের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া সরকারি চাকরিতে বয়সসীমা ৬০ বছর। তবুও আমরা তাদের দাবিসমূহ চিঠি আকারে মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে পরিস্থিতি আরও জটিল হলে প্রশাসনের সহায়তা নেওয়া হবে।

অবরোধের ফলে নগরীতে যান চলাচল একপ্রকার স্থবির হয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আমির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে বিক্ষোভ দমনে শ্রমিকদের মনোভাব এখনও অনড়।

এই অবরোধ ও বিক্ষোভের ফলে নগরবাসীর চলাচল এবং ব্যবসায়িক কার্যক্রমে ভীষণ অসুবিধা হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানিয়েছে সাধারণ জনগণ।

এসআই

Wordbridge School
Link copied!