• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবনায় পুলিশ হেফাজতে থাকা তিনটি সিএনজি আগুনে পুড়ে ভস্মীভূত


পাবনা প্রতিনিধি জুন ২১, ২০২৫, ০৫:১৩ পিএম
পাবনায় পুলিশ হেফাজতে থাকা তিনটি সিএনজি আগুনে পুড়ে ভস্মীভূত

পাবনা: পাবনায় পুলিশ হেফাজতে থাকাবস্থায় তিনটি সিএনজি চালিত অটোরিক্সা আগুনে পুড়ে ভস্মীভূত হবার অভিযোগ উঠেছে।

শুক্রবারে যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া সিএনজি গুলো পুলিশ লাইনের স্টাফ মেসের মাঠে রাখা হয়। 

শনিবার(২১ জুন) সকালে কোনো এক সময় যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিক্সাগুলিতে আগুন লাগতে পারে বলে জানায় পুলিশ।

পুলিশ ও অটোরিক্সার চালকরা জানান, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে অটোরিক্সা আটক করে জরিমানা ও মামলা করে যৌথবাহিনী। 

আটককৃত অটোরিক্সাগুলি পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়। সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিক্সা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। 

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিক্সা সম্পূর্ণ ভস্মীভূত ও আরো দুটি আংশিক পুড়ে যায়। 

তবে অটোরিক্সা চালকদের দাবি, গতকাল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় গাড়ি চালিয়ে তারা পুলিশ লাইনে রেখে গেছেন। 

শনিবার জরিমানার টাকা জমা দিয়ে গাড়ি নিতে এসে তারা পুড়ে যাওয়া গাড়ি পেয়েছেন। জীবিকার একমাত্র সম্বল পুড়ে যাওয়ায় তারা নিঃস্ব হয়ে গেছেন। তারা অটোরিক্সার ক্ষতিপূরণও দাবি করেন তারা।

তবে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল সাথে মুঠোফোনে ঘটনাস্থলের ফুটেজ ধারণ করার কথা বললে ক্ষিপ্ত হয়ে পড়েন৷  

তিনি বলেন, সিএনজি পুড়ে গিয়েছে তাতে কী হয়েছে। টেকনিকেল কারণে আগুন ধরতে পাড়ে। আপনারা এসপি স্যারের সাথে কথা বলেন।

এআর

Wordbridge School
Link copied!