• ঢাকা
  • সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিলি স্থলবন্দরে পানামা পোর্টের শ্রমিকদের কর্মবিরতি পালন


দিনাজপুর প্রতিনিধি জুন ২১, ২০২৫, ০৫:১৬ পিএম
হিলি স্থলবন্দরে পানামা পোর্টের শ্রমিকদের কর্মবিরতি পালন

দিনাজপুর: হিলিতে পানামাপোর্টের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, সিএন্ডএফ এজেন্ট থেকে ৬০ টাকা প্রতি টন কাজের মুল্য দেওয়া হলেও শ্রমিকরা ১৩ টাকা টন প্রতি পায়।

যার কারণে তাদের এই কর্মবিরতি পালন শুরু করেছেন। তাদের ন্যায্য মূল্য না দেওয়া হলে এই কর্মবিরতি চলবে বলে জানান তারা।

আজ শনিবার দুপুর ১টার দিকে হিলি স্থলবন্দরের পানামাপোর্টের শ্রমিকেরা এই কর্ম বিরতি পালন করছেন। 

কয়েকজন শ্রমিক বলেন, আমরা ২০ বছর থেকে হিলি পানামা পোর্টে পণ্য লোড আনলোড করে আসতেছি, এর আগে আমাদেরকে ২০ টাকা টন হিসেবে মজুরি দেওয়া হতো কিন্তু এখন ১৩ টাকা টন হিসেবে মজুরি দেওয়া হচ্ছে। 

এতে আমাদের পরিবার নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। তাই আমরা আজকে থেকে কর্ম বিরতি পালন শুরু করেছি। 

আমাদের দাবি আমাদের ন্যায্য মুল্য দিতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
 
তারা আরও দাবি জানান, এ্যাকাউন্ট বিল্ডিং শাখা থেকে শ্রমিকদের জন্য কত টাকা দেওয়া হয় সেই কপি আমাদেরকে দেওয়া হক।

এআর

Wordbridge School
Link copied!