• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘দুদকেও দুর্নীতি আছে’


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৩১, ২০২৫, ০৩:১১ পিএম
‘দুদকেও দুর্নীতি আছে’

বরিশাল : দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান নয় জানিয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন,  ‘এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ছয়তলা বিশিষ্ট আধুনিক দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি কথাগুলো বলেন।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি।’ 

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা কাউকে ছাড়ি না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হয়। আদালত, সাংবাদিক ও সমাজের সব অংশের দায়িত্ব আছে। সবাই সঠিকভাবে কাজ করলে দুর্নীতি দমন সম্ভব।’

পিএস

Wordbridge School
Link copied!