• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর মৃত্যু


প্রতিনিধি আগস্ট ১, ২০২৫, ০২:৪০ পিএম
গাজীপুরে শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পাঁচুয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার (টেপির বাড়ি) এলাকার নুর আলমের ছেলে মাহিন (১৬)। অপরজনের নাম বায়োজিদ (৩০), তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকা ভাড়া করে বিলের মধ্যে যান। একপর্যায়ে নৌকা কাত হয়ে গেলে দুই বন্ধু পানিতে পড়ে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালিয়ে একজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহিনের চাচাতো ভাই মামুন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ভাই আর নেই। তার সঙ্গেও থাকা আরেকজন মারা গেছে।”

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওএফ

Wordbridge School
Link copied!