ছবি: সোনালীনিউজ
জলবায়ু ঋণ বাতিলের দাবিতে বরগুনা শহর ও সমুদ্র সৈকতে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পদযাত্রার আয়োজন করেছে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা।
পদযাত্রা সকাল ১০টায় বরগুনা মিজান টাওয়ারের নীচ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে শেষ হয়। বিকেলে জেলার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আয়োজন করা হয় সমুদ্র-সৈকত পদযাত্রা।
ধরার এই কর্মসূচিতে বরগুনার বিভিন্ন গণমাধ্যম সংগঠন, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বিকেল সমুদ্র-সৈকত পদযাত্রায় জল তরনীর উদ্যোগে নিদ্রা পর্যটন উদ্যোক্তা কমিটি, পিপিলিকা পাঠশালার সদস্যরাও অংশগ্রহণ করেন।
পদযাত্রায় উপস্থিত ছিলেন ধরার সদস্য মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ বরগুনা জেলা শাখার সহ সভাপতি বেলাল মিলন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান তাপস, ধরিত্রী রক্ষায় আমরা বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি রাকিবুল ইসলাম রাজন, ধরার সদস্য ওয়ালী উল্লাহ আল আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল জলবায়ু ঋণ বাতিল, ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলা এবং টেকসই ও ন্যায়ভিত্তিক জলবায়ু নীতি বাস্তবায়নের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টি করা।
এসএইচ







































