• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোট হলে জামায়াতের অস্থিত্ব থাকবে না: মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি  নভেম্বর ১১, ২০২৫, ০২:৩৪ পিএম
ভোট হলে জামায়াতের অস্থিত্ব থাকবে না: মির্জা ফখরুল

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা ভোটকে এতো ভয় পাচ্ছেন কেন?  আপনারা জানেন ভোট হলে আপনাদের অস্থিত্ব থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কে কে বড়ী লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, দীর্ঘ নয় মাস সংস্কারের নাম করে সব দলগুলোর সাথে যে কথা বললেন অনেকগুলো বিষয়ে একমত হলেন এর বাহিরে যদি গায়ের জোড়ে কোন কিছু করতে চান তাহলে সব দায় দায়িত্ব আপনাকে নিতে হবে।

ফখরুল আরও বলেন, আজকে একটি দল বলে বেড়াচ্ছে তারাই নাকি একমাত্র সৎ দল। তারা নাকি বেহেস্তের টিকিটও বিক্রি করে বেড়াচ্ছে। আমরা এটাকে বিশ্বাস করিনা,আমরা মনে করি আমরা কর্মই আমার বেহেস্ত। কিন্তু কেউ কেউ বলছেন জামায়াতে ইসলামীতে ভোট দিলে বেহেস্ত যেতে পাড়বে, নয় তো পাড়বেনা। আমি বলতে চাই যারা এসব মুনাফিকি কাজ করতেছে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।

পিএস

Wordbridge School
Link copied!