• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঝালকাঠিতে খাল থেকে মরদেহ উদ্ধার 


ঝালকাঠি প্রতিনিধি  নভেম্বর ১৮, ২০২৫, ০৩:৩৮ পিএম
ঝালকাঠিতে খাল থেকে মরদেহ উদ্ধার 

ফাইল ছবি

ঝালকাঠি: ঝালকাঠির শহরের পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঝালকাঠির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে। 

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুলাল পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি নৌকাযোগে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন। দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

ঝালকাঠির সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিএস

Wordbridge School
Link copied!