• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ


জেলা প্রতিনিধি নভেম্বর ২৭, ২০২৫, ০৯:৪১ এএম
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ

বঙ্গোপসাগরে মাঝরাতে সৃষ্ট হালকা মাত্রার ভূমিকম্পে কক্সবাজারের টেকনাফ এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

ভূকম্পনবিষয়ক প্ল্যাটফর্ম ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের কম্পন খুবই দুর্বল হওয়ায় টেকনাফের অধিকাংশ মানুষ তা টের পাননি।

যদিও এই সংস্থা উৎপত্তিস্থলের গভীরতা জানাতে পারেনি, তবে ইউরোপিয়ান-ভূকম্পন সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর অঞ্চলে মাঝেমধ্যে এ ধরনের স্বল্পমাত্রার ভূমিকম্প হয়ে থাকে, যা বড় ধরনের ক্ষতির কারণ হয় না। তবে ভূকম্পন সক্রিয়তা নজরদারিতে রাখার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন তারা।

এম

Wordbridge School
Link copied!