• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন


জেলা প্রতিনিধি ডিসেম্বর ২৭, ২০২৫, ০৯:২৩ এএম
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম  ‘দ্য আটলান্টিক ক্রুজ’।

শনিবার সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম।

তিনি বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে কোনো পর্যটক ছিলেন না।

সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ-এর কক্সবাজার নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরও জাহাজটিতে আগুন লাগার তথ্য জানান।

এম

Wordbridge School
Link copied!