• ঢাকা
  • রবিবার, ০২ জুন, ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১

বোনাস পাঠিয়েছে সাইফ পাওয়ার টেক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২১, ০৪:২৭ পিএম
বোনাস পাঠিয়েছে সাইফ পাওয়ার টেক

ফাইল ফটো

ঢাকা: শেয়ারবাজারের তালিকাভুক্ত সাইফ পাওয়ার টেক শেয়ারহোল্ডারদের মাঝে ৩০জুন’২০ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে। 

মঙ্গলবার (১২ জানুয়ারি) ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়। 

জানা যায়, কোম্পানিটি ইতিমধ্যে শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে বোনাস পাঠিয়েছে। যাদের অ্যাকাউন্টে এখনো যায়নি তা পর্যায়ক্রমে পৌছে দেয়া হবে। 

সমাপ্ত অর্থবছরে কোম্পানি শেয়াহোল্ডাদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। তার মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস (স্টক ডিভিডেন্ট) দেয়ার সিদ্ধান্ত নেয়। 

গত ২৯ ডিসেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। 

উল্লেখ্য, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের পরিমান (এনএভিপি) বেড়েছে ১৬ টাকা ৬৩ পয়সা।

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!