• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৫, ০৬:২৩ পিএম
আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ফাইল ছবি

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ার প্রতিফলন।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪,১১৯.৪৯ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৬ শতাংশ বেশি। বুধবার দাম ছিল প্রায় দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে। ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম আউন্সপ্রতি ৪,১৩৬ ডলার, যা আগের তুলনায় ১.৮ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে রাশিয়ার তেল কোম্পানি লুকঅয়েল ও রসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার-নির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ আউন্সপ্রতি ৪,৩৮১.২১ ডলারে পৌঁছায়। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদের হার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ ক্রয় বৃদ্ধির মূল কারণ।

অন্য মূল্যবান ধাতুতে গতকাল চার্ট অনুযায়ী- রূপা: আউন্সপ্রতি ৪৯.৩৩ ডলার (১.৭% বৃদ্ধি), প্লাটিনাম: আউন্সপ্রতি ১,৬৫৯.৫০ ডলার (২.৩% বৃদ্ধি), প্যালাডিয়াম: আউন্সপ্রতি ১,৪৫০ ডলার (০.৬% হ্রাস)।
সূত্র: রয়টার্স

এসএইচ

Wordbridge School
Link copied!