• ঢাকা
  • সোমবার, ১৭ জুন, ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

স্কুলেই হার্ট অ্যাটাকে মারা গেলেন প্রাথমিকের প্রধান শিক্ষক


যশোর প্রতিনিধি মার্চ ২২, ২০২২, ১২:০৭ পিএম
স্কুলেই হার্ট অ্যাটাকে মারা গেলেন প্রাথমিকের প্রধান শিক্ষক

যশোর : যশোরের মনিরামপুরে নিজের গ্রামের স্কুলেই মারা গেছেন আড়সিঙ্গাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুর রহমান (৫০)।

সোমবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্রেণিকক্ষে পাঠদান শেষে তিনি বাথরুমে প্রবেশ করার কিছুক্ষণ পর হার্ট অ্যাটাক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার সোহেলী ফেরদৌস। সবার প্রিয় প্রধান শিক্ষক শামছুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শামছুর রহমান উপজেলার কুলটিয়া ইউনিয়নের আড়সিঙ্গাড়ী গ্রামের মৃত দুলান গাজীর ছেলে।

শামছুর রহমানের চাচাশ্বশুর আবদুল হাই জানান, দুই ছেলে-মেয়ের জনক প্রধান শিক্ষক শামছুর রহমান সোমবার দুপুর দেড়টার দিকে স্কুলে ক্লাস নিয়ে বাথরুমে যান। এর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তাকে বাথরুম থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামিম হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!