• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল রাতে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২২, ০২:৫০ পিএম
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল রাতে

ঢাকা : সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজই জানা যাবে। সন্ধ্যা থেকে রাতের যেকোনো সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফলাফল প্রকাশে সবধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার পর যেকোনো সময়ে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু আবেদন করেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।


সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!