• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছাত্র বিষয়ক বিভাগের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ


বাকৃবি প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৪, ০৬:২৪ পিএম
ছাত্র বিষয়ক বিভাগের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের সাথে বাকৃবি প্রেসক্লাবের (বাউপিসি) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। আরও উপস্থিত ছিলেন বাকৃবি প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক রায়হান আবিদ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর অন্যান্য সদস্যরা।

সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা ও প্রক্টরের সাথে আলোচনা করেন বাকৃবি প্রেসক্লাবের সদস্যরা। আলোচনায় শিক্ষার্থীদের হল বিষয়ক সমস্যা দূরীকরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

এসময় ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. শহীদুল হক বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বাকৃবি প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

এসএস

Wordbridge School
Link copied!