• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মহাখালী সড়কে তিতুমীর শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক:  ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৩৪ পিএম
মহাখালী সড়কে তিতুমীর শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে রাজধানীর মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম এ সড়কে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন অফিসফেরত মানুষরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তিতুমীর কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে যান শিক্ষার্থীরা। সাড়ে ৬টার দিকে সেখানে অবরোধ শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক। তাদের বিষয়টি বিশেষভাবে বিবেচনাও করা হচ্ছে না। সাত কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় হতে পারে। সেটা নিয়ে কাজ চলছে। আলটিমেটাম দিয়ে সরকারের কাছ থেকে কোনো বিশ্ববিদ্যালয় আদায় করা যাবে না।

উপদেষ্টার এমন বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা ব্রিফিং করে ঘোষণা দেন এখন থেকেই সর্বাত্মক অবরোধ কর্মসূচি করা হবে। এরপরই তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন। শিক্ষার্থীরা এটির নাম দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’।

আইএ

Wordbridge School
Link copied!