• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৩৭ পিএম
ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা : ক্যাডেট কলেজগুলোতে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গত ৪ জানুয়ারি হওয়া লিখিত পরীক্ষার ফল রোববার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা হবে আগামী ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় আগামী ৪ ফেব্রুয়ারি ক্যাডেট কলেজের ওয়েবসাইটে (https://www.cadetcollege.army.mil.bd/) প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা হবে ঢাকা সেনানিবাসের ২৫ ইস্ট বেঙ্গলে (সিগন্যাল গেইট ও অফিসার্স মেস-সি সংলগ্ন)। মৌখিক পরীক্ষায় পরীক্ষার্থীর সঙ্গে বাবা ও মাকেও উপস্থিতি থাকতে হবে বলে জানিয়েছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ।

এমটিআই

Wordbridge School
Link copied!