• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৫, ০১:৫৬ পিএম
১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। শিক্ষাবোর্ডগুলো জানিয়েছে, ফল প্রকাশের সব প্রস্তুতি দ্রুতই শেষ হবে, এবং ১৮ অক্টোবরের আগে ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, দেশের সব শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়ন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে। আমরা ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সকল প্রক্রিয়া সম্পন্ন করবো।

তিনি আরও জানান, ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ছিলেন। ১৯ আগস্ট থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা সারাদেশের ২,৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সর্বাধিক, প্রায় ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, তারপর রাজশাহী (১ লাখ ৩৩ হাজার ২৪২) এবং কুমিল্লা (১ লাখ ১ হাজার ৭৫০) বোর্ডে যথাক্রমে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ১০২ জন, এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পাবলিক পরীক্ষার নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেই হিসাবে ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এম

Wordbridge School
Link copied!