• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাকৃবির ২০ শিক্ষার্থী পেলেন জাপানের মর্যাদাপূর্ণ এনইএফ বৃত্তি


বাকৃবি প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৫, ০৮:২১ পিএম
বাকৃবির ২০ শিক্ষার্থী পেলেন জাপানের মর্যাদাপূর্ণ এনইএফ বৃত্তি

ছবি: প্রতিনিধি

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রত্যেককে প্রায় ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের ৮ জন, ভেটেরিনারি অনুষদের ৪ জন, পশুপালন অনুষদের ৪ জন এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের ৪ জন শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি, পশুপালন, ভেটেরিনারি সায়েন্স ও ফিশারিজ অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দুই সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি প্রদান করেছে। আমরা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের শিক্ষার্থীদের মেধাকে স্বীকৃতি দিয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি এই ২০ জন শিক্ষার্থীকে আহ্বান জানাই, তারা যেন ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে। একই সঙ্গে তারা যেন এই বৃত্তির গুরুত্ব তুলে ধরে অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করে, যাতে ভবিষ্যতে আরও অনেকে মেধা ও পরিশ্রমের মাধ্যমে এমন সুযোগ পেতে পারে।’

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা, যা ১৯৮৯ সালের নভেম্বরে নাগাও প্রতিষ্ঠা করেন। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে সংস্থাটি কাজ করে আসছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে এনইএফ তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বৃত্তির আওতাভুক্ত।

এসএইচ

Wordbridge School
Link copied!