• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮–৩১ ডিসেম্বর, মানতে হবে যেসব নিয়ম


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৫, ১০:৩৩ এএম
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮–৩১ ডিসেম্বর, মানতে হবে যেসব নিয়ম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও জুনিয়র দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা–২০২৫ এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। বোর্ডের ঘোষিত সময়সূচি অনুযায়ী, উভয় পরীক্ষা শুরু হবে ২৮ ডিসেম্বর (রোববার) এবং শেষ হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইবতেদায়ি স্তরের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং অষ্টম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অষ্টম শ্রেণির সময়সূচি:

  • ২৮ ডিসেম্বর (রোববার): কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ
  • ২৯ ডিসেম্বর (সোমবার): আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)
  • ৩০ ডিসেম্বর (মঙ্গলবার): বাংলা ও ইংরেজি
  • ৩১ ডিসেম্বর (বুধবার): গণিত ও বিজ্ঞান

প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ৩ ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় থাকবে। বাংলা–ইংরেজি ও গণিত–বিজ্ঞানের মতো যুগল বিষয়ের জন্য আলাদা কোড ও উত্তরপত্র থাকবে।

পঞ্চম শ্রেণির সময়সূচি:

  • ২৮ ডিসেম্বর (রোববার): কুরআন মাজিদ ও তাজভিদ
  • ২৯ ডিসেম্বর (সোমবার): আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র)
  • ৩০ ডিসেম্বর (মঙ্গলবার): বাংলা ও ইংরেজি
  • ৩১ ডিসেম্বর (বুধবার): গণিত ও বিজ্ঞান

পঞ্চম শ্রেণির প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

উভয় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত বইয়ের আলোকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্র প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলসহ পরীক্ষার ৭ দিন আগে সংগ্রহ করতে হবে।

এছাড়া, পরীক্ষার্থীরা শুধুমাত্র অনুমোদিত সাধারণ (নন-প্রোগ্রামেবল) সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কোনোভাবেই প্রোগ্রামিং ক্যালকুলেটর বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

এম

Wordbridge School
Link copied!